রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতির জন্মদিন পালিত
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৩:৫৮ পূর্বাহ্ন | মিডিয়া কর্নার

মোঃ মোশারফ হোসেন (খুলনা) :
রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু'র জন্মদিন আজ।
সেই উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে বিকাল ৫ টায় ক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু'র সভাপতিতে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলার বাহির দিয়া মনসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার কুমার আশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।
এ সময় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী,
এইচ এম রোকন, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, ক্লাবের সদস্য ও অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি ডা: খান মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সদস্য মোল্লা জাহাঙ্গীর আলম, মিলন মোল্লা,নুর নাহার, আওয়ামীলীগনেতা নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমনসহ অনেকেই।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।